দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৪৭

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হাজারীবাগে

গুলি | প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। তাঁর পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিতে আহত স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জয় রাজবংশী বলেন, তাঁর বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল রাতে তাঁর জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।

জয় রাজবংশী আরও বলেন, বাড়ি ফেরার পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন ব্যক্তি সজল রাজবংশীর পথরোধ করেন। তাঁরা হেলমেট পরিহিত ছিলেন। একপর্যায়ে তাঁরা ফাঁকা গুলি করেন। পরে তাঁরা সজল রাজবংশীর বাঁ পায়ে গুলি করেন। তাঁর কাছে থাকা ব্যাগ তাঁরা ছিনিয়ে নিয়ে যান।

পরে আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান জয় রাজবংশী। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ভাই প্রাথমিক চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী