দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৪৬

শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ আটক

ধর্ষণ

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে। আটক তরুণের নাম রায়হান। বয়স ১৯ বছর। পথশিশু মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাটি রমনা থানার আওতায় পড়েছে বলে জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেট্রোরেল স্টেশনের নিচের একটি ঝুপড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে আসেন। তাঁরা রায়হানকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান তারেকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ গিয়ে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। গতকাল রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রায়হানকে আটক করা হয়েছে জানিয়ে তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী