দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৪৭

লালবাগে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

ছুরিকাঘাতে মারা যাওয়া হোসাইন শুভ

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম হোসাইন শুভ (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, হোসাইন শুভ লালবাগের নবাবগঞ্জ এলাকায় স্থায়ী বাসিন্দা। পাওনা টাকা নিয়ে এলাকার এক তরুণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে গত রোববার গভীর রাতে কয়েকজন নবাবগঞ্জ এলাকায় তাঁকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হোসাইন শুভর চাচাতো ভাই রোকনউদ্দিন প্রথম আলোকে বলেন, তিন তরুণ মিলে হোসাইন শুভকে ছুরিকাঘাত করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হলো।

হোসাইন শুভর বাবার নাম আবদুস সালাম। চার ভাইয়ের মধ্যে তিনি সবার সবার ছোট ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী