দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৯:৩০

হেডিং: রাজধানীর কদমতলীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ

রাজধানীর কদমতলী এলাকা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সোহেল আহম্মেদ (২৪)। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে কদমতলী গিরিধারা সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি আত্মহত্যা কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে।

সোহেল কদমতলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁদের বাড়ি যশোরের কোতোয়ালি থানায়।

সোহেলের বাবা ছাব্বির আহমেদ বলেন, ‘১০ দিন আগে আমার এক বোন মারা যায়। আমরা সপরিবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সোহেল গ্রাম থেকে এসে বাসায় একাই ছিল। রাতে তার মুঠোফোনে যোগাযোগ করে কোনো খবর না পেয়ে তার বন্ধুদের বাসায় পাঠানো হয়। তারা গিয়ে দেখে সোহেল গলায় ফাঁস দিয়েছে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী