দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০২:০১

খিলগাঁওয়ে যুবকের পোড়া লাশ উদ্ধার

লাশ

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আল-আমিন শিকদার (৩২)। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আল–আমিনের লাশ একটি ফাঁকা প্লটে পড়ে ছিল। তিনি প্লটের পাশে ১০ তলা একটি ভবনের ছাদের চিলেকোঠায় থাকতেন। কক্ষটিতে আগুন লাগার আলামত পাওয়া গেছে। ওই কক্ষের বিছানাসহ অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে পুলিশ। তাদের ধারণামতে, প্রাণ বাঁচাতে আল-আমিন ছাদ থেকে লাফ দেন অথবা পড়ে যেতে পারেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নিহত আল-আমিন বনশ্রী-মেরাদিয়া সড়কের এফ ব্লকের গ্লোরিয়াস টাওয়ারের ব্যবস্থাপক ছিলেন। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে। তাঁর বাড়ি বরিশালের গৌরনদীতে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী