দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ০৯:০৯

ছাত্র-জনতার ওপর হামলা, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি নাসির উদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে এলোপাতাড়ি গুলি করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। সেখানে গুলিবিদ্ধ হন মো. আহাদুল ইসলাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা করেন তাঁর বাবা মো. বাকের।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গুলিতে গুরুতর আহত হন আহাদুল ইসলাম। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহাদুল ইসলামের বাবার করা মামলাটির তদন্ত চলছে জানিয়ে থানা সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশের একটি দল। তাঁদের সহায়তা করে ধানমন্ডি থানা পুলিশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী