দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৫

গুলিস্তানে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

ছুরিকাঘাতে খুন

রাজধানীর গুলিস্তান এলাকায় পূর্বশত্রুতার জেরে আল আমিন (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ভাই মো. সুমন আহমেদ (২৫) ও মো. নাহিদ (১৯) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বুধবার বেলা তিনটার দিকে গুলিস্তানের এরশাদ মার্কেটের সামনে ১০-১২ যুবক এসে অতর্কিতে সুমন আহমদকে মারধর করতে থাকেন। তখন তাঁর বড় ভাই আল আমিন এবং ছোট ভাই নাহিদ এগিয়ে গেলে তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যান যুবকেরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার দিকে আল আমিন, সুমন ও নাহিদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুমন ও নাহিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ওয়ারী থানায় জানানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, ‘আমি গুলিস্তান এরশাদ মার্কেট এলাকায় শরবতের ব্যবসা করি। পাশেই বড় ভাই আল আমিন পুরোনো কাপড় বিক্রি করেন। ছয় মাস আগে আমার দোকানে এক ব্যক্তি মোটরসাইকেল রেখেছিলেন, তা নিয়ে তর্কবিতর্ক হয়। তাঁরা ওই দিন হুমকি দেন, পরে দেখে নেবেন বলে। তাঁদের তিনি চেনেন না। তবে তাঁরা ওয়ারী এলাকার।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদে প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে।

আল আমিন সপরিবার পুরান ঢাকার নারিন্দার বসু বাজার এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর গ্রামের বাড়ি নাটোরে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী