দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৫৫

ময়মনসিংহে লোকাল ট্রেনে ডাকাতি, অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় মুঠোফোন ও মালামাল

ট্রেন চলাচল। ফাইল ছবি

ময়মনসিংহে একটি লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে শম্ভুগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা ট্রেনের একটি বগি দখল করে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মুঠোফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

যাত্রীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটি নিয়মিত “জারিয়া ট্রেন” নামে পরিচিত। রাত ৯টার দিকে শম্ভুগঞ্জ এলাকায় ট্রেনটি ডাকাতের কবলে পড়ে। শম্ভুগঞ্জ রেলস্টেশন পার হওয়ার পর রেলব্রিজে ওঠার সময় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, যা ডাকাতদের হামলার সুযোগ তৈরি করে। প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল মুখে গামছা বাঁধা অবস্থায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ ট্রেনের পেছনের বগিতে উঠে পড়ে। তারা যাত্রীদের মেরে ফেলার ভয় দেখিয়ে মুঠোফোন ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় এবং দ্রুতই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে যাত্রীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, “জারিয়া থেকে ছেড়ে আসা ট্রেনে ডাকাতরা ওঠে। সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, এবং তারা চাকু-ছুরি হাতে ছিল। যাত্রীদের জিনিসপত্র লুট করা হয়েছে, তবে কারও আঘাতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের অভিযোগ দিতে বলা হয়েছে, এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

ময়মনসিংহ রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাজমুল হক খান প্রথম আলোকে বলেন, “জারিয়া ট্রেনে ডাকাতির ঘটনা সম্পর্কে শুনেছি, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ