দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৮

মিরপুরের ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী খুন

লাশ

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পল্লবী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে ষাটোর্ধ্ব বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম ফারাহ দীবা। তাঁর স্বামী কাজী আবদুল মতিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। তাঁরা মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে তাঁদের সঙ্গেই থাকেন।

পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার পহন চাকমা প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রোববার সকালে বাসার তত্ত্বাবধায়ক ও গাড়িচালক ওই নারীকে হত্যার পর কিছু মালামাল লুট করে পালিয়েছেন। ঘটনার সময় বাসাতে ওই নারী ছাড়া কেউ ছিলেন না। ওই নারীর স্বামী, ছেলে ও মেয়ে চাকরিজীবী। তাঁরা বাইরে থাকার সুযোগ নিয়ে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

পুলিশ কর্মকর্তা পহন চাকমা বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট