রাজধানীর বংশাল এলাকায় সৎভাই–বোন ও চাচার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ করেছেন পাপিয়া সুলতানা নামের এক নারী। এই কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদের ঘনিষ্ঠ লোকজন সহায়তা করেছেন বলে দাবি তাঁর।
আজ শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন বংশালের মালিটোলা এলাকার পাপিয়া সুলতানা। এ সময় তাঁর ভাই–বোনেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পাপিয়া বলেন, তাঁর বাবা আফজাল হোসেন ওরফে নান্টু মোল্লা ২০০৫ সালে মারা যান। তখন পাঁচতলা একটি বাড়ি দিয়ে যান তাঁদের; কিন্তু তাঁর সৎবোন, সৎভাই ও চাচা বাড়িটি দখলের চেষ্টা করতে থাকেন।
পাপিয়া সুলতানা আরও বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর সৎভাই–বোন ও চাচা বাড়িটি দখলে আবারও তৎপর হন। বাড়িটি ছেড়ে না দিলে বিভিন্ন ধরনের হুমকিধমকি দেন। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা উভয় পক্ষকে শান্তি বজায় রেখে আইনিভাবে সমস্যা সমাধানের পরামর্শ দেয়; কিন্তু গত ১২ আগস্ট রাতে তাঁর চাচার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় কাউন্সিলর আবু সাইদের লোকজন তাঁদের সহায়তা করেন। এতে তিনি, তাঁর ছোট ভাই ও বড় বোন আহত হন।
এ অবস্থায় বাড়িতে নিরাপদে বসবাস, সন্ত্রাসী হামলা ও হুমকি থেকে রেহাই পেতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা চেয়েছেন পাপিয়া ও তাঁর পরিবার।