অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ফরিদা আখতার পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছেন। তবে একসঙ্গে সব পণ্যের দাম কমানো সম্ভব নয়, তাই প্রাথমিকভাবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমানোর দিকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানিয়েছেন, এ জন্য উৎপাদন খরচ কমানোর বিষয়েও কাজ করা হবে।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা আখতার এ তথ্য জানান।
তিনি বলেন, “এই পণ্যের দাম কীভাবে কমানো যায় এবং কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে। তবে এটি নিশ্চিত করতে হবে যে উৎপাদকরা যেন ক্ষতিগ্রস্ত না হন। উৎপাদন খরচ কমানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।”
এদিকে, গণঅধিকার পরিষদ বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদনের নিরাপত্তা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ১০ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে।
এ প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, “গণঅধিকার পরিষদের প্রস্তাবনা আমাদের জন্য ইতিবাচক। কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে তাদের দাবির বিষয়টি আমরা উপদেষ্টা পরিষদে উত্থাপন করব। উপদেষ্টা পরিষদে সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই বাস্তবায়িত হবে।”