চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তার অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এডিবি, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এডিবি, জাইকা এবং অস্ট্রেলিয়া, তিনজনই আমাদের ফান্ড প্রদানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে, এছাড়া আইএমএফ ৪.৭ বিলিয়ন ডলার সহায়তা করবে। আমরা তাদের কাছে আরও ৩ বিলিয়ন ডলার চেয়েছি।”
তিনি আরও জানান, জাইকা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে সহায়তা প্রদান করছে এবং তাদের ভৌত অবকাঠামো ঋণ চালু রাখার জন্য আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকনিক্যাল বিষয়েও আলোচনা হয়েছে।
বৈদেশিক ঋণের প্রবাহ কমে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বৈদেশিক ঋণের প্রবাহ কমেনি, তবে এই ঋণের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।”
অস্ট্রেলিয়াও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে উল্লেখ করে ড. আহমেদ বলেন, “অস্ট্রেলিয়া আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তাদের সাহায্য সরাসরি প্রভাব ফেলবে। তারা এনার্জি ও কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।”
সার্বিকভাবে, তিনটি উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ।