দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০১

আজ থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা পুনরায় খুলছে

রাজধানীর অদূরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ রোববার থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার পর্যন্ত অন্তত ৩৬টি কারখানা বন্ধ ছিল।

বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন জানান, শনিবার সন্ধ্যায় কারখানা চালুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বিগত কয়েক দিনের তুলনায় শনিবার কারখানা ভাঙচুর ও অসন্তোষের ঘটনা কমেছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল যথেষ্ট এবং তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি বলেন, “গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। কিছু কারখানা বন্ধ থাকলেও ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং আমরা আশা করি আজকের মধ্যে পরিস্থিতি আরও ভালো হবে। শ্রমিকদের দাবিগুলি আইন অনুযায়ী মেনে নেওয়া হবে।”

আশিকুর রহমান তুহিন আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তাতে আমরা সন্তুষ্ট। তারা আগামী দিনেও একইভাবে কাজ করবেন এবং পোশাক কারখানার কর্মপরিবেশ স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশাবাদী।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট