দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৩

ব্যাংক থেকে টাকা উত্তোলনের ওপর আরোপিত বিধিনিষেধ রোববার থেকে উঠছে

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে আর কোনো বিধিনিষেধ থাকবে না। গ্রাহকরা তাদের হিসাব থেকে যেকোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ বেঁধে দেওয়া হয়েছিল। সর্বশেষ ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক টাকা উত্তোলনের বিষয়ে ৫ লাখ টাকার সীমা নির্ধারণ করেছিল।

যদিও নগদ টাকা উত্তোলনে সীমা ছিল, গ্রাহকরা তখনও যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে কয়েকজন ব্যক্তি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন শুরু করলে বাংলাদেশ ব্যাংক বিআরপিডি বিভাগ নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট