অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার আর্থিক খাতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও গোষ্ঠী—যাদেরকে সাধারণত রাঘববোয়ালা বলা হয়—ধরতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে এসব পদক্ষেপ আরও দৃশ্যমান হবে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) এর এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটি প্রাথমিক পদক্ষেপ। পরবর্তীতে তদন্ত হবে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করেছে। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “এনবিআর কালোটাকা নিয়ে সরাসরি ব্যবস্থা নেবে এবং যাদের অপ্রদর্শিত আয় আছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাবে।”
বাজারে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দাম একেবারে কমেনি, তবে কিছুটা কমেছে। সমস্যার দ্রুত সমাধান হবে না, তবে ধীরে ধীরে দাম কমবে। ইতিমধ্যে আলু ও পেঁয়াজের শুল্ক কমানো হয়েছে।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বাজার তদারকি করার জন্য এবং পণ্য সরবরাহের মাঝখানে থাকা বাড়তি হাতগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য।”
দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্প কারখানার অস্থিরতা সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ জানান, “এই খাতের অস্থিরতা কমাতে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। পরিস্থিতি উন্নয়নে সবাই সহযোগিতা করছেন।”