দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৫:২৭

এস আলম ও তার জামাতা বেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাইফুল ইসলাম (এস আলম)- ফাইল ছবি

এস আলম গ্রুপের প্রধান সাইফুল ইসলাম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলার পরিকল্পনা করেন এস আলম ও বেলাল আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং এক হাজার অজ্ঞাতনামা সশস্ত্র ক্যাডার ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলায় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপর গুলি লাগে, এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, সফিউল্লাহর দায়ের করা মামলায় সাইফুল ইসলাম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার কথা উল্লেখ করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী