দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৩

১৪ ধরনের পণ্য আমদানির জন্য এখন থেকে শতভাগ অগ্রিম জমা রাখতে হবে।

ডলার সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার মজুদে চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে, বাংলাদেশ ব্যাংক তুলনামূলকভাবে কম প্রয়োজনীয় ১৪টি পণ্যের আমদানিতে শতভাগ নগদ মার্জিন বা অগ্রিম জমা রাখার নির্দেশনা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই নির্দেশনা জারি করেছে, যা আজ থেকে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা আরও সুসংহত রাখার জন্য আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। এ ধরনের পণ্যের মধ্যে রয়েছে:

  • মোটর গাড়ি
  • ইলেকট্রনিক্স হোম বা অফিস অ্যাপ্লায়েন্স
  • সোনা ও সোনার অলংকার
  • মূল্যবান ধাতু ও মুক্তা
  • তৈরি পোশাক (যেগুলো দেশে উৎপাদন সম্ভব)
  • চামড়াজাত পণ্য
  • পাটজাত পণ্য
  • আসবাব ও সাজসজ্জার সামগ্রী
  • ফল ও ফুল
  • অশস্য খাদ্যপণ্য
  • প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়
  • চকোলেট, বিস্কুট, জুস, কফি, কোমল পানীয়
  • অ্যালকোহলজাতীয় পানীয়
  • তামাক ও তামাকজাত পণ্য

সাধারণভাবে, বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের জন্য বিল পরিশোধ করতে হয়। তবে, আমদানি ঋণপত্র (এলসি) খোলার সময় গ্রাহককে ব্যাংকে পণ্যমূল্যের একটি অংশ জমা দিতে হয়, যা এলসি মার্জিন হিসেবে পরিচিত। মার্জিনের পরিমাণ সাধারণত ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়। ঝুঁকিপূর্ণ গ্রাহকদের ক্ষেত্রে শতভাগ মার্জিনও প্রযোজ্য হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট