রোজার পণ্যে ভেজাল রুখতে ঢাকায় দিনে তিনটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিএসটিআই, এমনটাই জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে সারা বছর নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিএসটিআই। তবে পবিত্র রমজান মাসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, রমজান মাসে ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় সাপ্তাহিক বন্ধের দিনসহ প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সহায়তায় বিএসটিআইয়ের জেলা, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অক্টোবর ২০২৪ থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করেছে ৩৮২টি। মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে ৬১৫টি; মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা; সার্ভিল্যান্সের সংখ্যা ৬৯৯; সার্ভিল্যান্সের মাধ্যমে মামলা করা হয়েছে ২৩টি; পেট্রলপাম্পের ইউনিট সিলগালা করা হয়েছে ১ হাজার ৩৯২টি।
এ ছাড়া অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহ বন্ধে অবৈধ প্রতিষ্ঠানগুলো যাতে অনলাইনে বিক্রি বা বিতরণ করতে না পারে, সে জন্য ইতিমধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে বিএসটিআই। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
ক্রেতা ও ভোক্তাদের প্রতি বিএসটিআইয়ের অনুরোধ, অনলাইনে পণ্য কেনার আগে বিএসটিআইর অনুমোদন নিশ্চিত হয়ে পণ্যের অর্ডার করুন। প্রয়োজনে বিএসটিআইর হটলাইন নম্বরে (১৬১১৯) ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।