বাংলাদেশে পরচুলা তৈরির কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড। ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এই কারখানা স্থাপন করা হবে।
এ কারখানা স্থাপনে চীনা প্রতিষ্ঠানটি ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) বিনিয়োগ করবে। এখানে বছরে ৬৯ লাখ ৮০ হাজার পিস পরচুলা ও চুলসংশ্লিষ্ট পণ্য তৈরি হবে। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৪৭৪ জন বাংলাদেশি নাগরিকের।
আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানির চেয়ারম্যান গাও টোয়ানজু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বেপজা জানিয়েছে, এটি হতে যাচ্ছে ঈশ্বরদী ইপিজেডে পরচুলা ও চুলসংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী চতুর্থ কোনো প্রতিষ্ঠান। ইতিমধ্যে একই ধরনের পণ্য উৎপাদনকারী আরও তিনটি কারখানা ওই ইপিজেডে উৎপাদনে রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. খুরশিদ আলম, মো. তাজিম-উর-রহমান ও এ এস এম আনোয়ার পারভেজ এবং চীনা প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।