দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৯:১৪

ইলন মাস্কের প্রস্তাব খারিজ করল ওপেনএআই পর্ষদ

ইলন মাস্ক

যেভাবে টুইটার কিনেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক, সেভাবে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই কেনার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এবারের চেষ্টায় এখন পর্যন্ত সফলতা পাননি ইলন মাস্ক। ইলন মাস্কের দেওয়া ওপেনএআই কেনার প্রস্তাব খারিজ করে দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ইলন মাস্ক একসময় নিজেও ওপেনএআইয়ের উদ্যোক্তা ছিলেন। পরবর্তী সময়ে কোম্পানিটি থেকে বেরিয়ে যান মাস্ক। কিন্তু চ্যাটজিপিটি বাজারে নিয়ে আসার পর পরিস্থিতি বদলে যায়। বিশ্বের সব বড় বড় প্রযুক্তি কোম্পানি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিনিয়োগ করে। এ নিয়ে এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে। এই বাস্তবতায় ইলন মাস্ক ও তাঁর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কোম্পানি স্টার্ট এক্সএআইসহ একাধিক গোষ্ঠীর জোট প্রায় ৯ হাজার ৭০০ কোটি ডলারের দরপত্র দিয়েছিল। খবর রয়টার্স।

উত্তরে ওপেনএআইয়ের পর্ষদ জানিয়েছে, এই কোম্পানি বিক্রির জন্য নয়। প্রতিযোগীদের সংকটে ফেলার জন্য মাস্কের এই প্রয়াস সম্মিলিতভাবে খারিজ করছে তারা। প্রসঙ্গত, দরপত্রের কথা সামনে আসার পরে পত্রপাঠ তা খারিজ করে দিয়েছিলেন ওপেনএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা কর্ণধার স্যাম অল্টম্যানও। উল্টো কটাক্ষ করে এক্সে তাঁর বার্তা, ‘ধন্যবাদ, কিন্তু দরকার নেই। বরং মাস্ক রাজি থাকলে আমরা ৯৭৪ কোটি ডলারে টুইটার কিনতে আগ্রহী।’ তবে টুইটার কেনার বিষয়ে অল্টম্যানের কৌতুক ভালোভাবে নেননি ইলন। অল্টম্যানের পোস্টের জবাবে ইলন শুধু লিখেছেন, ‘প্রতারক’।

২০১৫ সালে মাস্কের সঙ্গে মিলেই ওপেনএআই তৈরি করেছিলেন অল্টম্যান। কিন্তু কে সংস্থাটির নেতৃত্ব দেবেন, তা নিয়ে মতবিরোধের জেরে ২০১৮ সালে পর্ষদ থেকে সরে যান ইলন। এরপর ২০২২ সালে প্রথম চ্যাটজিপিটি বাজারে এনে শোরগোল ফেলে দেয় ওপেনএআই।

প্রথমে অলাভজনক কোম্পানি হিসেবে তৈরি করা হলেও গত বছর ওপেনএআইকে লাভজনক কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন অল্টম্যান। এ নিয়ে আদালতে গেছেন মাস্ক।

ইলন মাস্ক অবশ্য যা করবেন বলে মনস্থির করেন, তা শেষমেশ করেই ছাড়েন। এ বিষয়ে তিনি অত্যন্ত নির্মম। তিনি টুইটার কিনবেন বলে মনস্থির করার পর তাঁকে কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। এখন ট্রাম্পের প্রশাসনে মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর মূল দায়িত্ব হলো, সরকারের ব্যয় হ্রাস। সে কাজেও তিনি অত্যন্ত নিষ্ঠুর। তহবিল বরাদ্দ বাতিল করার পাশাপাশি এখন পর্যন্ত অনেক সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী