অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেছেন যে, কয়েক মাসের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমে আসবে।
বৃহস্পতিবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে বায়িং হাউজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের ঘোষণা করা সংস্কার কার্যকর হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, “অবশ্যই, অনেক কিছুই দৃশ্যমান হয়েছে। খেলাপি ঋণ ব্যবস্থাপনা করা হয়েছে এবং সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো পুনর্গঠন করা হচ্ছে। লিকুইডিটির সমস্যা সমাধানও করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যেই ঘোষণা করেছি যে, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে। সংস্কারের বিষয়েও আমরা কাজ করছি এবং এগুলো ইতোমধ্যে দৃশ্যমান।”
দেশের ব্যবসা-বাণিজ্য প্রসঙ্গে, অর্থ উপদেষ্টা জানান, আলু ও পেঁয়াজের শুল্ক কমানো হয়েছে এবং মাছ, মাংস, ডিমের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের কথাও উল্লেখ করেছেন।
নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের দাম কমেনি, কিন্তু আমরা আশা করছি, কয়েক মাসের মধ্যে দাম কমে আসবে।”
বায়িং হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে, তিনি বলেন, “রপ্তানি বৃদ্ধির জন্য ইপিবি রেজিস্ট্রেশন, ব্যাংক ও অর্ডার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। আমরা আশা করছি, রপ্তানি ৫০ বিলিয়ন ছাড়িয়ে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।”