দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২১

মুদ্রানীতি ঘোষণা আজ, বড় পরিবর্তন আসছে না

বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ বেলা তিনটায় জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন। এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতি কমাতে গত এক বছরে দফায় দফায় নীতি সুদহার বাড়ানো হলেও এবার পরিবর্তন আসছে না। এই বৃদ্ধির কারণে ব্যাংকঋণের সুদহার ইতিমধ্যে ১৫ শতাংশ ছাড়িয়েছে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ ছাড়া বিনিময় হার ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসছে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো কাজে আসতে শুরু করেছে, মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। মূল্যস্ফীতির রাশ টানতে নীতি সুদ হার মূল্যস্ফীতির চেয়ে বেশি হয়। বাংলাদেশ নীতি সুদহার এখনো সেই পর্যায়ে যায়নি, এর প্রয়োজনও আর হবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো এখন প্রধান চ্যালেঞ্জ। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে, আগের মাসে যা ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এ কারণে আপাতত নীতি সুদহার আর বাড়ানো হচ্ছে না। তবে শিগগির তা কমানোও হবে না।

গত ডিসেম্বরে বহির্বিশ্বের সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেন ভারসাম্যে বড় ধরনের উন্নতি হয়েছে। চলতি হিসাব ও আর্থিক হিসাবে উদ্বৃত্ত হয়েছে। দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল আছে। ডলারের দরও ১২২ থেকে ১২৪ টাকায় স্থিতিশীল। এসব কারণে বড় কোনো পরিবর্তনের দিকে যাবে না বাংলাদেশ ব্যাংক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী