দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫১

সরকার আইএমএফের কাছে ৩০০ কোটি ডলার সহায়তার আবেদন করেছে: সালেহউদ্দিন

অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে তিন বিলিয়ন, অর্থাৎ ৩০০ কোটি ডলার সহায়তার আবেদন করেছে।

এছাড়া, এই অর্থের অপচয় রোধে সবাইকে সজাগ থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পূর্বে অনেক অর্থ অপচয় হয়েছে এবং জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান গবেষণার ফলাফল কাজে লাগানো না হলে উন্নয়ন অর্থবহ হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গবেষণা ও প্রয়োগের অবদান উল্লেখযোগ্য। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ শুধুমাত্র রূপপুর পর্যন্ত সীমাবদ্ধ নয়; নিজেদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে।

তিনি মন্তব্য করেন, “দায়িত্ব নিয়েছি, ক্ষমতা নয়।” সবার সহযোগিতার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট