দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ০৭:১১

প্রবাসী আয়ে সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধি, ছয় মাস ধরে ২০০ কোটি ডলারের বেশি আসছে

মার্কিন ডলার

বিদায়ী জানুয়ারি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই মাসে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার। অর্থাৎ গত বছরের জানুয়ারির চেয়ে এবার একই মাসে প্রবাসী আয় ৩ দশমিক ৪ শতাংশ বেশি এসেছে।

সব মিলিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৫৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বরে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ।

জানুয়ারি মাসে যে আয় এসেছে, তার মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ৫১ কোটি ১১ লাখ, বিভিন্ন বিশেষায়িত ব্যাংক ১১ কোটি ৬০ লাখ, বেসরকারি ব্যাংকগুলো ১৫৫ কোটি ১৫ লাখ ও বিদেশি ব্যাংকসমূহ ৬৫ কোটি ডলার এনেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী