দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৩:৩৬

চীনের শিল্প খাতে টানা তিন বছর মুনাফা কমল, সর্বশেষ পিএমআই সূচকেও পতন

২০২৪ সালে চীনের শিল্প খাতে মুনাফা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। এ নিয়ে দেশটির শিল্প খাতে টানা তৃতীয় বছরের মতো মুনাফা কমেছে। এ ছাড়া গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে দেশটির উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সও (পিএমআই) কমেছে। সূচকটি কমে নিরপেক্ষ সীমা কিঞ্চিত কমে ৫০ পয়েন্টের নিচে নেমে গেছে।

আজ সোমবার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এই তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, জানুয়ারি মাসের পিএমআই কমে হয়েছে ৪৯ দশমিক ১ পয়েন্ট। এর আগে বৈশ্বিক বার্তা সংস্থা রয়টার্স–এর এক জরিপে দেশটিতে জানুয়ারিতে এই সূচক ৫০ দশমিক ১ পয়েন্ট হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। খবর সিএনবিসির।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী