দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩২

কাল খুলবে সকল পোশাক কারখানা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে গ্রেপ্তার হবে

ফাইল ছবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন যে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা পুনরায় খোলা থাকবে।

আজ বুধবার বিজিএমইএ, গার্মেন্টস মালিক, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটলে যৌথ বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করবে।

বিজিএমইএ সভাপতি বলেন, “শ্রমিক আন্দোলনের কারণে ১৬৭টি পোশাক কারখানা বন্ধ ছিল, যদিও ওই আন্দোলনে শ্রমিকদের সংশ্লিষ্টতা ছিল না। বহিরাগতদের হামলায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কারখানা বন্ধ রাখতে হয়েছিল। এখন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “সেনাবাহিনী, গার্মেন্টস পুলিশ ও গোয়েন্দারা কঠোর অবস্থানে থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। তাই আগামীকাল থেকে পোশাক কারখানা খোলা থাকবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী