দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৪:৪৫

রাজশাহীতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে করোনার আগে কেকের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন ফারজানা নাসরিন। তাতে খুব একটা ভালো করতে পারেননি। করোনার মধ্যে ছেলের পড়াশোনার সুবাধে রাজশাহী শহরে আসেন। মেয়েদের নানা পোশাকে ব্লক করে আশপাশের মানুষের কাছেই বিক্রি শুরু করেন। বেচাবিক্রি বৃদ্ধি পাওয়ায় তাঁর সাহস বেড়ে যায়। মাথায় নতুন চিন্তাভাবনা ঘুরপাক খায়। অবশেষে ফেসবুক পেজ খুলে গত ডিসেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় এসব তথ্য জানান ফারজানা নাসরিন। মেলায় তাঁর বুটিক হাউস ‘ঘরকুনো’ অংশ নিয়েছে। তাঁর মতো অন্তত ৩০ জন নারী উদ্যোক্তা প্রথমবারের মতো মেলায় স্টল নিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী