দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৫:৫৮

তৈরি পোশাক, প্লাস্টিক, চামড়ায় ভর করে রপ্তানিতে প্রবৃদ্ধি ১২.৮৪%

পণ্য রপ্তানি

তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মৎস্য, প্লাস্টিক পণ্যসহ কয়েকটি খাতের ওপর ভর করে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রপ্তানির যে তথ্য প্রকাশ করেছে তা থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৪৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২ হাজার ১৭৪ কোটি ডলারের পণ্য।

গত জুলাই–ডিসেম্বরে তৈরি পোশাক খাতে সোয়া ১৩ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৮৯ কোটি ডলারের। গত ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৫৬ কোটি ডলার। সেই হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী