দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১০:৫৬

এস আলমের বিদ্যুৎকেন্দ্রের কর সুবিধা বাতিল

সাইফুল আলম মাসুদ (এস আলম)

সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের নামে নেওয়া ঋণের সুদ, ফির ওপর কর–সুবিধা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

এর আগে ২০১৯ সালের ১৩ মার্চ এস আলম গ্রুপকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ঋণের বিপরীতে সুদের অর্থের ওপর উৎসে কর মওকুফ করা হয়। এখন এই প্রজ্ঞাপন বাতিলের ফলে ঋণের কিস্তি পরিশোধের সময় সুদের ওপর অগ্রিম উৎসে কর দিতে হবে। কর–সুবিধা বাতিলের আদেশটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এস আলম গ্রুপ। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যায়। কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি খাতের বড় বিদ্যুৎকেন্দ্র। এতে প্রায় ২৬০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।

এস আলম গ্রুপ বিগত আওয়ামী লীগ সরকারের অন্যতম সুবিধাভোগী শিল্পগোষ্ঠী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এস আলম গ্রুপ এবং তাদের মালিকদের বিরুদ্ধে কর ফাঁকির তদন্তে নামে। এ ছাড়া তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও আছে। এ বিষয়েও তদন্ত হচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী