দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৯:১৪

১৯ জানুয়ারির মধ্যে বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক

টিকটক

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ব্যবসা আগামী ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে হবে। মার্কিন কোনো কোম্পানির কাছে জনপ্রিয় এই অ্যাপ ওই সময়ের মধ্যে বিক্রি না করলে এটিকে নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত এ আদেশ দেওয়ার পর টিকটকে যাঁরা কনটেন্ট তৈরি করেন, তাঁরা তাঁদের ফলোয়ারদের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে চলে যাওয়ার জন্য বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম কিংবা অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউবের মতো প্লাটফর্মে তাদের চ্যানেলের গ্রাহক হতে টিকটকের মার্কিন কনটেন্ট তৈরিকারকেরা অনুসারীদের অনুরোধ করছেন। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। ফলে এটি সে দেশে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী