দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৪:০৯

লোকসানে আছে রিং শাইন টেক্সটাইল

শেয়ারবাজার

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে আছে রিং শাইন টেক্সটাইল। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছে ৮৬ পয়সা।

দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রিং শাইনের লোকসানের পরিমাণ কমেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রিং শাইনের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩৭ শতাংশ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকে আলোচ্য সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮২ পয়সা। এর কারণ হিসেবে বলা হয়েছে, কোম্পানি এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। এখনো তারা ক্ষতি কাটানোর মতো অবস্থায় ফেরত যায়নি।

গত এক বছরে রিং শাইনের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৩ টাকা ৪০ পয়সা।

সম্প্রতি রিং শাইন টেক্সটাইলের উদ্যোক্তাদের শেয়ারের হাতবদলের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির উদ্যোক্তাদের ১৯ কোটি শেয়ার অধিগ্রহণ করছে ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস নামের অপর একটি কোম্পানি।

বর্তমানে কোম্পানিটির দেনার পরিমাণ ৪২২ কোটি টাকা। এ দেনার পুরোটা ওয়াইজ স্টার অধিগ্রহণ করবে। সে কারণে ওয়াইজ স্টার টেক্সটাইল রিং শাইনের উদ্যোক্তাদের বিপুল শেয়ার অধিগ্রহণ করলেও সে জন্য অর্থ পরিশোধ করছে না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী