দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৩৯

ডায়াপারের বাজারে এখন দেশি কোম্পানির দাপট

নগরজীবনে অন্য অনেক পণ্যের সঙ্গে শিশু যত্নের পণ্য ডায়াপারের চাহিদাও বাড়ছে। শুধু বড় শহর নয়, শহরাঞ্চল, এমনকি গ্রামেও ডায়াপারের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে দেশে বেবি ডায়াপারের বাজার হু হু করে বড় হচ্ছে। তার চেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই বাজারের সিংহভাগই এখন দেশি কোম্পানির দখলে। যদিও আট বছর আগে এই বাজারের বড় অংশই ছিল বিদেশি ব্র্যান্ডের দখলে।

করোনার আগেও বাংলাদেশে বেবি ডায়াপারের বাজারের ৪০-৪৫ শতাংশ বিদেশি ব্র্যান্ডের দখলে ছিল। এখন তা কমে ১০ শতাংশের নিচে নেমে এসেছে। তার মানে বর্তমানে বেবি ডায়াপারের প্রায় ৯০ শতাংশ বাজার দেশি কোম্পানির হাতে। আমদানিনির্ভরতা কমায় বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে। যদিও কাঁচামালের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। অন্যদিকে কয়েক বছর ধরে ২৫-৩০ শতাংশ হারে ডায়াপারের বাজার বড় হচ্ছে। ফলে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগও আসছে এ খাতে।

ওষুধ খাতের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বিনিয়োগ করায় ডায়াপারের বাজারে দেশি ব্র্যান্ডের সংখ্যা ছাড়িয়েছে ১০টি। সিলিকন করপোরেশনের চু চু ডায়াপার, এবি গ্রুপের থাই ডায়াপার, এসিআইয়ের স্যাভলন টুইংকেল, ইনসেপ্‌টার নিওকেয়ার, স্কয়ারের সুপারমম, বসুন্ধরার বেবি ডায়াপার, মেঘনা গ্রুপের হ্যাপি ন্যাপি, এসএমসির স্মাইল, প্রাণের কিডস্টার, আকিজের মাম মাম, ইউনিম্যাক্স ইন্ডাস্ট্রিজের অ্যাভোনি ইত্যাদি দেশি ব্র্যান্ড রয়েছে এই বাজারে। একটি ওষুধ কোম্পানি নতুন করে ডায়াপারের বাজারে আসার পরিকল্পনা করছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী