দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৯:৩৬

লোকসানের পরও লভ্যাংশ দিচ্ছে বিডি থাই অ্যালুমিনিয়াম

শেয়ারবাজার।

বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময়ের জন্য শূন্য দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

টানা দুই অর্থবছরে লোকসান হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের। ৩০ জুন সমাপ্ত বছরে শেয়ারপ্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে কোম্পানিটির, আগের বছর যেখানে লোকসান হয়েছিল শেয়ারপ্রতি ৫২ পয়সা। অর্থাৎ গত বছর কোম্পানাটির লোকসান বেড়েছে। লোকসান সত্ত্বেও তারা ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ দিচ্ছে তারা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৫৬ পয়সা।

একই সঙ্গে কোম্পানিটি সম্পদের পুনর্মূল্যায়ন করেছে। এতে দেখা গেছে, আগের হিসাবের চেয়ে সম্পদ মূল্য বেড়েছে।

আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বিডি থাই অ্যালুমিনিয়ামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

গত এক বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪০ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৮ টাকা ২০ পয়সা।

গত কয়েক বছরে বিডি থাই তেমন একটা লভ্যাংশ দেয়নি। ২০২১ সালে কোম্পানিটি ২ শতাংশ, ২০২০ সালে ৩ শতাংশ ও ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২০ সালে ৩ শতাংশ, ২০১৮ সালে ৭ দশমিক ৫ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ১০ শতাংশ ও ২০১৪ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

বিডি থাই অ্যালুমিনিয়ামের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৭৭ লাখ টাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী