দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৯:৪০

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচ হোটেলের ব্যবসা কমেছে ১৪৪ কোটি টাকার

ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজার—প্রায় সব শহরেই তারকা হোটেলের ব্যবসা বড় ধাক্কা খেয়েছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের হোটেলগুলোর ব্যবসা কমেছে। কোনো কোনো হোটেলের মুনাফা কমে গেছে, আবার কোনো কোনো হোটেল লোকসানে পড়েছে। এ ছাড়া আগেই যেসব হোটেল লোকসানে ছিল, তাদের লোকসানের পরিমাণ বেড়েছে।

শেয়ারবাজারে ভ্রমণ খাতের, তথা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এর মধ্যে রয়েছে ঢাকার পাঁচ তারকা মানের ইন্টারকন্টিনেন্টাল হোটেল, লা মেরিডিয়ানের মালিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস, ওয়েস্টিন ও শেরাটনের মালিকানায় থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, চট্টগ্রামের পেনিনসুলা হোটেল ও কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট। এসব হোটেল গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে সম্মিলিতভাবে ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে তাদের আয় ছিল ২৭২ কোটি ৪৭ লাখ টাকা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় এই পাঁচ প্রতিষ্ঠানের সম্মিলিত ব্যবসা কমেছে প্রায় ১৪৪ কোটি টাকা বা ৫৩ শতাংশের মতো।

এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল, চট্টগ্রামের পেনিনসুলা ও কক্সবাজারের সি পার্ল গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান করেছে। ঢাকার বেস্ট হোল্ডিংস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট মুনাফা করলেও তা আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। কোম্পানিগুলোর জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

এসব হোটেল পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, গত জুলাই–আগস্টে দেশজুড়ে ছাত্র–জনতার আন্দোলনের সময় পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। এ সময় তারকা হোটেলগুলোয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও বিদেশি অতিথির যে আগাম বুকিং ছিল, তা–ও বাতিল হয়ে যায়। ফলে এই দুই মাসে বেশির ভাগ তারকা হোটেল ছিল অতিথিশূন্য। যার প্রভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে হোটেল ব্যবসায় বড় ধরনের ধাক্কা লাগে।

বড় ধস সি পার্লের আয়ে

কক্সবাজারের ইনানী সৈকতসংলগ্ন এলাকায় অবস্থিত সি পার্ল হোটেলটি গত জুলাই–সেপ্টেম্বরে সাড়ে ৯ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে হোটেলটি ব্যবসা করেছিল প্রায় সাড়ে ৫৯ কোটি টাকা। সেই হিসাবে বছরের প্রথম প্রান্তিকে সি পার্ল হোটেল ৫০ কোটি টাকা বা ৮৪ শতাংশ ব্যবসা হারিয়েছে। ফলে এ সময়ে হোটেলটির সোয়া দুই কোটি টাকার বেশি পরিচালন লোকসান হয়েছে। অথচ গত বছরের একই প্রান্তিকে হোটেলটি ৩৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল।

সব খরচ বাদ দেওয়ার পর গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে হোটেলটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে তাদের মুনাফা ছিল প্রায় ২৩ কোটি টাকা। ব্যবসা খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে সি পার্লের কোম্পানি সচিব আজহারুল মামুন প্রথম আলোকে বলেন, ‘গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ছাত্র–জনতার আন্দোলনের প্রভাবে আমাদের হোটেলের উল্লেখযোগ্য পরিমাণ বুকিং বাতিল হয়। আন্দোলনের সময়টাতে অতিথি ছিল না বললেই চলে। এ কারণে ব্যবসা কম হয়েছে।’

এদিকে বছরের প্রথম প্রান্তিকে ঢাকার লা মেরিডিয়ান হোটেলের ব্যবসা কমেছে ৪২ কোটি টাকার বা ৪৮ শতাংশ। হোটেলটির মালিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস এ সময় ব্যবসা করেছে ৪৬ কোটি টাকার। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে ২১ কোটি টাকা বা ৪৮ শতাংশ কম ব্যবসা করেছে। এ সময় হোটেলটির ব্যবসা ছিল ২৩ কোটি টাকার, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা।

চট্টগ্রামের পেনিনসুলা হোটেল ব্যবসা হারিয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বা ৪১ শতাংশ। গত বছরের জুলাই–সেপ্টেম্বরে হোটেলটি প্রায় ১১ কোটি টাকা ব্যবসা করেছিল। গত জুলাই–আগস্টে তা কমে দাঁড়ায় প্রায় সাড়ে ছয় কোটি টাকায়।

ঢাকার ওয়েস্টিন ও শেরাটনের মালিক প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবসা কমেছে ২৬ কোটি টাকা বা ৩৭ শতাংশ। গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৪৪ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭০ কোটি টাকা।

জানতে চাইলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্র–জনতার আন্দোলনের প্রভাবে গত জুলাই মাসে আমাদের হোটেলে অতিথি উপস্থিতির হার কমে ১০ শতাংশে নেমেছিল। আগস্টে তা ছিল ২৮ শতাংশ ও সেপ্টেম্বরে ৩৩ শতাংশ। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা ও অনুষ্ঠান আয়োজন কমে যাওয়ায় সেখান থেকে আয়ও উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। সব মিলিয়ে তাই গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে হোটেল ব্যবসা মোটেই ভালো যায়নি।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের