দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:২০

শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির তদন্তে নতুন কমিটি গঠন করা হবে

শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি পর্যায়ক্রমে সুনির্দিষ্ট সব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করবে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২টি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যার মধ্যে বেক্সিমকো গ্রুপের সুকুক ও আইএফআইসি আমানাহ বন্ডও রয়েছে। বিএসইসি জানিয়েছে, এটি তদন্তের প্রথম ধাপ, এবং ভবিষ্যতে আরও কমিটি গঠন করা হতে পারে।

আজ, সোমবার, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা তাড়াহুড়া করে কাজ করতে চাই না, যাতে কাজের মান ক্ষুণ্ণ না হয়। আমরা শুধু জানতে চাই না কী কী অনিয়ম হয়েছে, বরং কেন এগুলো ঘটেছে এবং কমিশনের কোনো দায় ছিল কিনা তাও খতিয়ে দেখতে চাই।”

সংবাদ সম্মেলনে বিএসইসির তিন কমিশনার ও নতুন তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির প্রধান ইয়াওয়ার সাইদ বলেন, “১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসের পরেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করব।”

বিএসইসির চেয়ারম্যান উল্লেখ করেন, “তদন্ত কমিটির সদস্যদের পূর্ববর্তী অভিজ্ঞতা তাদের কাজের ওপর কোনো প্রভাব ফেলবে না। কমিশন তদন্তে পূর্ণ সহায়তা দেবে, তবে কোনো প্রকার প্রভাব বিস্তার করবে না।”

তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাইদ বলেন, “শেয়ারবাজারের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকায় আমরা সৎ ও নিরপেক্ষভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এছাড়া, বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা এখন যে সুযোগ পাচ্ছি, সেটি আমাদের জীবনে আর কোনো দিন আসবে কিনা সন্দেহ রয়েছে। আপনাদের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ