বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এ সভা আগামী বুধবার বিকেল ৪টায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির সভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদনটি অনুমোদিত হলে পরে তা প্রকাশ করা হবে।
এদিকে গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডিএসইর তথ্যানুসারে, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ৭ পয়সা। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৯৭ টাকা ৯১ পয়সা।
বেক্সিমকো ফার্মার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানিটি।