দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২৪

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা বেড়েছে পদ্মা অয়েলের

শেয়ারবাজার

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের। গতকাল বুধবার অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা যাচ্ছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৪৩ পয়সা বেড়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ২৩ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১০ টাকা ৮৫ পয়সা, যদিও আগের বছর একই সময় ৫ টাকা ৩৮ পয়সা (ঘাটতি) ছিল।

কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সসময়ে যা ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য পদ্মা অয়েলের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা। এ ছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৩ টাকা ৮২ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার আহ্বান জানানো হয়েছে। আর এ–সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।

নাম পরিবর্তন

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া আরেক ঘোষণায় পদ্মা অয়েল জানিয়েছে, কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নাম পরিবর্তন করে ‘পদ্মা অয়েল পিএলসি’ হবে। ২০২৫ সালের ১১ জানুয়ারি তারিখে কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হবে।

গতকাল দিন শেষে পদ্মা অয়েলের শেয়ারের দাম ছিল ২২০ টাকা ৮০ পয়সা; দাম বেড়েছে ৭ দশমিক ২৪ শতাংশ। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২২৯ টাকা ৯০ পয়সা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট