দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৬

৪৭ টাকা কেজি দরে চাল ও ৩৩ টাকায় ধান কিনবে সরকার

সরকার বাজার থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা ও ধান ৩৩ টাকা দরে কিনবে। এ ছাড়া ৪৬ টাকা কেজি দরে আতপ চাল কিনবে সরকার।

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে খাদ্যসচিব মো. মাসুদুল হাসান সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠকের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চাল ও গমের যতটুকু মজুত আছে ও যতটুকু আমদানি দরকার, তার চেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ধান ও চাল সংগ্রহের দাম ঠিক করে দিয়েছি। সেটা যেন ভোক্তা ও কৃষকদের জন্য যৌক্তিক হয়। আমরা একটা দাম ঠিক করব আর বাজারে এর থেকে বেশি ব্যবধানে বিক্রি হবে—এমন যেন না হয়। এমনটা হলে বাজারে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারে।’ সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোরও তাগিদ দেন অর্থ উপদেষ্টা।

সরকার আসন্ন আমন মৌসুমে সাড়ে ৩ লাখ টন ধান, সাড়ে ৫ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল কিনবে বলে জানান খাদ্যসচিব মো. মাসুদুল হাসান। তিনি বলেন, সেদ্ধ চাল ও ধান কেনা হবে ১৭ নভেম্বর থেকে ২৮ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। আর আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।

এদিকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকের আগে আজ বুধবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। এতে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম ও ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়। এতে মোট ব্যয় হবে ৪৬৭ কোটি টাকা। প্রতি টন গমের দাম ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার। আর প্রতি টন বাসমতি চালের দাম ধরা হয়েছে ৪৭৭ মার্কিন ডলার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট