দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৩

প্রথম তিন প্রান্তিকে সিটি ব্যাংকের পরিচালন মুনাফা বাড়ল ৭৭ শতাংশ

সিটি ব্যাংক

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন মুনাফা বেড়েছে। গত বছরের একই সময়ে তুলনায় পরিচালনা মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ।

২০২৩ সালের প্রথম ৯ মাসে সিটি ব্যাংক মুনাফা করেছিল ৯৩২ কোটি টাকা; এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৩ কোটি টাকা। সতর্কতার সঙ্গে ঋণের বিপরীতে বেশি প্রভিশন সংরক্ষণের কারণে কর–পরবর্তী মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। গত বছর প্রথম ৯ মাসে এ মুনাফা ছিল ৩৭৯ কোটি টাকা, এবার যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ কোটি টাকা। খবর বিজ্ঞপ্তি।

২০২৪ সালের প্রথম ৯ মাসের তা তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন আজ প্রকাশ করেছে সিটি ব্যাংক। ভার্চ্যুয়াল মাধ্যমে ব্যাংকটি দেশ–বিদেশের বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের সামনে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়।

ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান এই আর্থিক প্রতিবেদনের নানাদিক পূর্ণাঙ্গ আকারে তুলে ধরেন। পরে এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, চলতি বছর শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা এই প্রথম ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী। প্রথম ৯ মাসে ৭৭ শতাংশ মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, ব্যাংকের আমানত এই ৯ মাসে ১০ হাজার ১০০ কোটি টাকা বাড়লেও আমানতের ব্যয় ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছে।

এ ছাড়া সুদ আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে ভালো অঙ্কের আয় ইত্যাদি কারণেও পরিচালনা মুনাফা বেড়েছে বলে উল্লেখ করেন মাসরুর আরেফিন। তিনি আরও বলেন, এই ৯ মাসে ব্যাংকের আয় ৪০ শতাংশ বাড়লেও ব্যয় বেড়েছে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ। ফলে আয়-ব্যয়ের অনুপাত গত বছরের ৫৪ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।

কর–পরবর্তী মুনাফা তেমন একটা না বৃদ্ধির কারণ হিসেবে মাসরুর আরেফিন বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ঋণের বিপরীতে প্রয়োজনের অতিরিক্ত (এ বছর সংরক্ষিত মোট প্রভিশনের ৬৭ শতাংশ) প্রভিশন সংরক্ষণ করেছে। বছরের শেষে এই প্রভিশন পুনর্বিবেচনার সুযোগ আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মেসবাউল আসীফ সিদ্দিকী, ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার ও হেড অব ট্রেজারি মো. শাহ আলম। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছরে সিটি ব্যাংকের ক্রমোন্নতি, বিশেষ করে টেকসই ও সবুজ অর্থায়ন ও ডিজিটাল ব্যাংকিংয়ে অগ্রযাত্রা, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট