দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২৪

পরিবেশবান্ধব স্বীকৃতি পেল আরও একটি কারখানা

দেশের আরও একটি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে

দেশের নতুন আরেকটি কারখানা ‘পরিবেশবান্ধব কারখানা’র স্বীকৃতি পেয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া এই কারখানার নাম ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’। এই কারখানাটি লিডের প্লাটিনাম সনদ পেয়েছে।

দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা হলো ২৩০। এর মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯১; গোল্ড সদন পাওয়া কারখানার সংখ্যা ১২৪; সিলভার সদনপ্রাপ্ত কারখানা ১০টি এবং সার্টিফায়েড সদনপ্রাপ্ত কারখানা ৪টি। বিশ্বের ১০০টি শীর্ষ লিড সদনপ্রাপ্ত কারখানার ৬২টি এখন বাংলাদেশের।

২০২৪ সালে এ নিয়ে মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালে মোট সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি কারখানা। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিডের স্বীকৃতি পায়।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে কটন ফিল্ড বিডি। এই সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম ‘লিড’। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো, লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট