দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ১৮:০৬
বিমা

বিমা পরিকল্পটির (পলিসি) নাম এখন ‘মেয়াদি সুবিধাযুক্ত পেনশন বিমা’। এত দিন এ পলিসি পরিচিত ছিল ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা’ নামে। একমাত্র রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের পলিসি এটি। ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন পেশাজীবী মানুষের জন্য এটি চালু করা হয়।

পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদ শেষে যাঁরা মাসিক পেনশন পেতে আগ্রহী, তাঁদের জন্যই এ পলিসি চালু করা হয়েছিল। পলিসিটির বড় সুবিধা হচ্ছে, কেউ চাইলে মেয়াদ শেষে এককালীন শতভাগ বা ৫০ শতাংশ টাকাও তুলে নিতে পারেন। বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমায় যেসব সুবিধা ছিল, সেগুলো নতুন নামের পলিসিতেও বহাল রেখেছে জীবন বীমা করপোরেশন। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পলিসিটির নাম বদলে ফেলা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী