দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৪০টি আসন শূন্য, কোন বিভাগে কতটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও দুটি ইউনিটে ৩৪০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ৯টি বিভাগে ১০টির বেশি আসন শূন্য রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে এসব ফাঁকা আসন পূরণ করা হবে।

 

বিশেষ মাইগ্রেশনের আবেদন শুরু হয়েছে গত রোববার (২০ অক্টোবর) থেকে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে ২৯ অক্টোবর। বিজ্ঞান ইউনিটের মোট ১,৮৯৬ আসনের মধ্যে ১,৬৯১টি পূরণ হয়েছে, ফলে ২০৫টি আসন শূন্য রয়েছে। সবচেয়ে বেশি শূন্য আসন রয়েছে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে (৩৩টি)। অন্যান্য বিভাগে ফাঁকা আসনের সংখ্যা হলো: ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ২৭টি, ভূতত্ত্ব ২১টি, সমুদ্রবিজ্ঞান ১৮টি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ১৬টি, লেদার ইঞ্জিনিয়ারিং ১৫টি, ভূগোল ও পরিবেশ ১৪টি, মৃত্তিকা, পানি ও পরিবেশ ১৩টি এবং আবহাওয়া বিজ্ঞান ১১টি।

 

*বিজ্ঞান ইউনিটে শূন্য আসনের বিস্তারিত তালিকা:

 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৩০টি বিভাগের মধ্যে ১৩৫টি আসন শূন্য রয়েছে। উর্দু বিভাগে ২২টি, সংস্কৃত বিভাগে ২০টি, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ১০টি এবং ফারসি ভাষা ও সাহিত্যে ৯টি আসন ফাঁকা রয়েছে। বিশেষ মাইগ্রেশনের জন্য শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। শূন্য আসনের বিভাগভিত্তিক তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ৪ নভেম্বর থেকে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি শুরু হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট