দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫২

রাষ্ট্রপতির চেয়ারে বসে গণ–অভ্যুত্থানবিরোধী চক্রান্তের সুযোগ দেওয়া হবে না: এবি পার্টি

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মঙ্গলবার বিকেলে সমাবেশে বক্তব্য দেন দলটির নেতারা

রাষ্ট্রপতির চেয়ারে বসে গণ–অভ্যুত্থানবিরোধী চক্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই সমাবেশ হয়। এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্যসচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান, আবদুল বাসেত মারজান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় শত্রু চিহ্নিত করেছে। এ দেশের চিহ্নিত জাতীয় শত্রু ভারত ও তার তাঁবেদার আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ১৪ দল ও জাতীয় পার্টি। এ সময় ফুয়াদ বলেন, রাষ্ট্রপতির সব মন্তব্য ও প্রচেষ্টা পতিত ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরদের রক্ষা ও পুনর্বাসন করা।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ‘স্বৈরাচার ও খুনির দোসর সাহাবুদ্দিন চুপ্‌পুকে আমরা আর এক মিনিটও বঙ্গভবনে দেখতে চাই না।’

এ বি এম খালিদ হাসান বলেন, দেশের মানুষ যখন শহীদদের লাশ এখনো কবর দিচ্ছে, এর মধ্যেই গণদুশমন আওয়ামী লীগ নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এই সাহস পাচ্ছে খুনি হাসিনার দোসর এই অবৈধ রাষ্ট্রপতির জন্য। অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন এবি যুব পার্টির প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন রমিজ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলাসহ অন্যরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট