দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২০

কক্সবাজারের পাহাড়ে টর্চার সেল ও পর্যটকদের অপহরণ চক্রের ৪ সদস্য আটক করা হয়েছে।

কক্সবাজারে গ্রেপ্তার অপহরণকারী দলের চার সদস্য। আজ সকালে তোলাছবি: র‍্যাবের সৌজন্যে

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ে একটি পরিত্যক্ত ঘরে নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) উদ্ধার করেছে র‌্যাব। সেখানে একটি অপহরণকারী চক্র পর্যটকদের বন্দী করে নির্যাতন করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্মে লিপ্ত ছিল। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার উজ্জ্বল দাশ (২৮), উৎপল দে (২৯), বিধান ধর (৩০) এবং মহেশখাইল্যা পাড়ার অন্তর রুদ্র (২২)। এ সময় একটি কিরিচ, তিনটি ছুরি, দুটি লাঠি, একটি কালো রশি এবং তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জাদিরাম পাহাড়ে অপরাধী চক্রটি সৈকত ভ্রমণে আসা পর্যটকদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করত। তারা সেখানে মাদক সেবনের জন্যও একটি নিরাপদ স্থান তৈরি করেছিল। গতকাল রাতে বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের আস্তানায় বসে চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টা করতে গিয়ে চারজন গ্রেপ্তার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্য অপরাধীদের ধরার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট