দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪৭

‘ছেলে এখন আমাকে মা বলে ডাকতে পারবে না আর’

সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আফতাব উদ্দীনের বাবা ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনেছবি-সৌরভ দাশ

মো. মুসা অজ্ঞান হয়ে পড়ে আছেন। স্বজনেরা তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। আর পাশে তাঁর স্ত্রী মিনু আক্তার আহাজারি করেই যাচ্ছেন। একটা কথাই বারবার বলছিলেন, ‘বাসায় এসে ছেলে আমায় মা বলে ডাকতে পারবে না আর।’ গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরের সামনে এই চিত্র দেখা গেছে।

এর আগে গতকাল বিকেল সোয়া চারটার দিকে নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় মো. মুসা ও মিনু আক্তারের ছেলে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) প্রকাশ্যে মাইক্রোবাসে করে এসে গুলি করে খুন করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে মা-বাবা দেখতে পান সন্তানের রক্তাক্ত লাশ। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে ছেলের ঊরু থেকে হাঁটুর নিচ পর্যন্ত।

ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবার বলছে, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে করে এসে গুলি করে চলে যান। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। নিহত আফতাব ইট, বালুর ব্যবসা করেন। বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে এই সাজ্জাদ। অপরাধ জগতে পা রেখেই দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। শেষ গত ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানা-সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে সাজ্জাদ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট