দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪৬

আপনার ফোনের লক দেখে কি আপনার ব্যক্তিত্ব বোঝা যাবে?

আমাদের প্রত্যেকের মুঠোফোন যেন ব্যক্তিগত তথ্যের আধার। এটিকে অতিগোপনীয় তথ্যের ভান্ডার বললেও বাড়াবাড়ি হবে না। এসব তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড বা লক অপরিহার্য। অধিকাংশ স্মার্টফোনে সাধারণত তিন ধরনের লক সিস্টেম থাকে—প্যাটার্ন, পিন এবং ফিঙ্গারপ্রিন্ট। এখন অনেক ফোনেই ফেসলকও যুক্ত হয়েছে। সম্প্রতি একটি তথ্য চোখে পড়েছে, যেখানে বলা হচ্ছে ফোনের লক দেখে একজনের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়। যদিও এর পেছনে তেমন শক্ত কোনো গবেষণা নেই, তবুও অনেকেই তাদের লক ব্যবহারের ধরন এবং ব্যক্তিত্বের মিল খুঁজে পান। তাই বিষয়টি সিরিয়াসলি না নিয়ে মজা হিসেবে দেখা যেতে পারে। মিলিয়ে দেখতে পারেন আপনার লক পদ্ধতির সঙ্গে আপনার ব্যক্তিত্বের মিল আছে কি না। এই আলোচনায় অবশ্য ফেসলক নিয়ে কথা বলা হয়নি।

 

**ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব:**

যারা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করেন, তারা সাধারণত স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং আত্মবিশ্বাসী হন। তারা নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পছন্দ করেন এবং সহজেই যেকোনো নতুন পরিবেশ বা পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। চ্যালেঞ্জ গ্রহণ ও নতুনত্বের প্রতি তাদের আকর্ষণ বেশি থাকে। এমন ব্যক্তিরা অন্যকে প্রভাবিত করতে সক্ষম এবং অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতাও রাখেন। পাশাপাশি, তারা সহানুভূতিশীল ও সংবেদনশীল হিসেবেও পরিচিত।

 

**পিন লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব:**

যারা পিন লক ব্যবহার করেন, তারা সাধারণত অত্যন্ত সংগঠিত এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন। তারা কাজের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে পছন্দ করেন এবং নতুন কিছু করার চেয়ে নিজের নির্ধারিত কাজটি ভালোভাবে সম্পন্ন করার দিকে বেশি মনোযোগী। এ ধরনের মানুষ বিশ্লেষণাত্মক চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেন এবং বুদ্ধিভিত্তিক সমস্যা সমাধানে আগ্রহী হন।

 

**প্যাটার্ন লক ব্যবহারকারীর ব্যক্তিত্ব:**

প্যাটার্ন লক ব্যবহারকারীরা আত্মবিশ্বাসী এবং সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী। তারা কাজে নতুনত্ব খুঁজে পেতে আগ্রহী থাকেন এবং ঝুঁকি নিতে ভালোবাসেন। শিল্পী, ডিজাইনার, লেখক বা সৃজনশীল পেশায় নিযুক্ত অনেকেই এই ধরনের লক ব্যবহার করেন। তারা নতুন ধারার এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পছন্দ করেন। প্রযুক্তির দুনিয়ায় নতুন গ্যাজেট ও উদ্ভাবন তাদের কাছে বেশ আকর্ষণীয়।

 

**শেষ কথা:**

মুঠোফোনের লক দেখে ব্যক্তিত্ব বোঝার এই ধারণা সবার ক্ষেত্রে মিলে না-ও যেতে পারে। বেশিরভাগ মানুষ ফোনে লক ব্যবহার করেন তাদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের জনপ্রিয়তা বাড়ার কারণ হলো, এগুলো ব্যবহার করা সহজ এবং দ্রুত। তবে এমন অনেক মানুষ আছেন যারা এখনো প্যাটার্ন বা পিন লককেই নিরাপদ মনে করেন, কারণ এই পদ্ধতিগুলোতে লক খোলার আশঙ্কা কম থাকে। সুতরাং, আপনি ফোনে কতটা নিরাপত্তা চান তার ওপর ভিত্তি করেই লক নির্বাচন করা উচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট