বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজটা বড় কিছু মাইলফলক ছোঁয়ার উপলক্ষ বেশ কজন খেলোয়াড়ের…
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে ৩৯ রান দরকার মুশফিকুর রহিমের।
দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে ১ উইকেট দরকার প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৪ উইকেট দরকার তাইজুল ইসলামের।
সিরিজে একটি ম্যাচ খেললেই তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের জার্সিতে শততম ম্যাচ খেলবেন মুমিনুল হক।
সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ৭ উইকেট দরকার তাইজুলের (১৫৭)।
সাকিবকে (৭৬) পেছনে ফেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ৩ উইকেট দরকার তাইজুলের।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে মিরপুর টেস্টে ৪৪ রান করতে হবে মুশফিককে।