দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪৭

“মনি কিশোরকে দাহ নয়, দাফন করা হবে”

সংগীতশিল্পী মনি কিশোর রামপুরা টেলিভিশন ভবনের পাশে একটি ভাড়া বাসায় একা থাকতেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে তার মৃত্যুর খবর জানা যায়। মৃত্যুর আগে মনি কিশোর তার একমাত্র মেয়ে নিন্তিকে জানিয়ে গিয়েছিলেন, তার মরদেহ কীভাবে সমাধা করা হবে। রোববার মনি কিশোরের বড় ভাই, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার, জানান যে মনি কিশোরের প্রকৃত নাম অরুণ কুমার মণ্ডল। তাদের বাবা, পুলিশ কর্মকর্তা অনিল কুমার মণ্ডলের ছেলে অরুণ কুমার ছিলেন কিশোর কুমারের ভক্ত, এবং সেই কারণেই নিজের নামের সঙ্গে ‘কিশোর’ যুক্ত করেছিলেন। তার ডাকনাম ছিল মনি।

 

মজা করে মনি কিশোর একবার বলেছিলেন, “কুমার শানু নিয়েছেন ‘ওস্তাদের’ নামের একাংশ, আর আমি নিয়েছি তার নামের আরেক অংশ।” নব্বই দশকের শুরুর দিকে তিনি বিয়ে করেন, কিন্তু দেড় যুগ আগে সেই দাম্পত্যজীবনের সমাপ্তি ঘটে। বিয়ের সময়ই মনি কিশোর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ভাই অশোক কুমার জানান, সেই ধর্ম অনুযায়ী মনি কিশোরের মরদেহ দাফন করা হবে, কারণ মৃত্যুর আগে তিনি তার মেয়ে নিন্তিকে এই বিষয়ে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। মনি কিশোরের মেয়ে তার চাচাকে জানিয়েছেন যে, বাবার ইচ্ছা অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এবং এ বিষয়ে তারা কোনো ভিন্ন সিদ্ধান্ত নেবেন না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট