রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক ছাত্রী পরীক্ষা না দিয়েই ফার্স্ট ক্লাস রেজাল্ট অর্জন করেছেন। ১৬ অক্টোবর বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের রেজাল্ট শিটে এ তথ্য প্রকাশিত হয়। তবে পরীক্ষা কমিটির সভাপতি এটি অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন।জানা গেছে, ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া গর্ভধারণজনিত অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নেননি, ফলে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায়ও তিনি অংশ নিতে পারেননি। ফলস্বরূপ, তার ফলাফলে সিজিপিএ ৩.৫০ উল্লেখ করা হয়েছে, যদিও তিনি কোনো পরীক্ষায় অংশ নেননি।
মারিয়া এ বিষয়ে বলেন, “আমি পরীক্ষা দিইনি, এটি সত্য। তবে আমার ফলাফল এসেছে কিনা জানি না।”
এদিকে, পরীক্ষার বিষয়টি স্বীকার করে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম জানান, “ফলাফলের এই অসঙ্গতি আমাদের নজরে এসেছে এবং এটি অনিচ্ছাকৃত একটি ভুল। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি, আগামীকালের মধ্যে এটি সমাধান হয়ে যাবে।”
পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, “ভুল তো মানুষেরই হয়। বাটন চাপতে গিয়ে এই ভুল হয়েছে। আমাদের খাতায় এমনটি নেই। বিভাগ থেকে রেজাল্টশিট পাঠানোর পর এই সমস্যা দেখা দেয়। মেয়ে পরীক্ষা দেয়নি, ফলে তার ওই কলামটি ফাঁকা ছিল, কিন্তু অন্যজনের নম্বর ভুলবশত সেখানে যুক্ত হয়ে গেছে।”
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।