দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২১

“শৃঙ্খলমুক্ত হওয়াটা উপভোগ্য করে তুলবো”

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই সময় বিটিভি, বেতার, শিল্পকলা একাডেমিসহ সরকারি শোগুলোতে তাকে কালো তালিকায় রাখা হয়েছিল, ফলে তিনি দেশ-বিদেশে শো করতে পারেননি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আবারও নিজের মতো করে ওপেন এয়ার কনসার্টে যোগ দিচ্ছেন। আসিফ বলেন, “ফ্যাসিস্টের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার করার পর মনে হয়েছিল, অন্তত বিদেশে তো কনসার্ট করতে পারব!” গত ১৩ জুলাই বার্সেলোনায় প্রথম শো করার পর থেকে তিনি বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। তবে, বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় গণহত্যার খবর এবং ইন্টারনেট বন্ধ থাকায় সবাই উদ্বিগ্ন ছিলেন। ইতালি ও পর্তুগালের শো শুরুর আগে তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর ইংল্যান্ডে শো করার জন্য প্রস্তুতি নেন।

 

৩ আগস্ট দেশে ফেরার পর তিনি সাধ্যানুযায়ী ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন যোগানোর চেষ্টা করেন। ৩৬ জুলাই (৬ আগস্ট) শেখ হাসিনা পুরা পার্লামেন্টসহ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরো দেশ উৎসবমুখর হয়ে ওঠে। আসিফ বলেন, “আমি খুশি, আবার গাইতে পারব। ওয়ান-ইলেভেন থেকে আমার জিম্মি দশা শুরু হয়েছিল, হাসিনার পতনে আবার পুরোপুরি স্বাধীন হয়ে গেলাম। পহেলা নভেম্বর অ্যাপেক্স বাংলাদেশের ইনডোর শো দিয়ে কনসার্ট শুরু করছি, ১৫ই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার কনসার্ট শুরু করতে যাচ্ছি। এখন মনোযোগ দিচ্ছি ফিটনেস আর প্রস্তুতিতে। ১৮ বছরের শৃঙ্খলমুক্ত অবস্থা খুব উপভোগ্য হয়ে উঠেছে। কোনো রকম ডান-বাম না করে তিন বছর ফুল রিদমে গাইব! আহা, মুক্তির আনন্দ!”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট